
টেকনাফের হ্নীলায় দেড় লাখ পিস ইয়াবা উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার ইয়াবার মূল্য সাড়ে ৪ কোটি টাকা বলেও জানিয়েছেন বিজিবি।
ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন পিএসসি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ ভোরে হ্নীলা বিওপির একটি টহল দল সীমান্ত এলাকার আনোয়ার প্রজেক্ট নামক স্থানে অবস্থান নেয়। এ সময় মিয়ানমার থেকে এক ব্যক্তি বাংলাদেশের দিকে আসতে দেখলে টহল দল তাকে চ্যালেঞ্জ করে। এসময় ওই ব্যক্তি তার হাতে থাকা কালো রঙের প্লাস্টিক পলিব্যাগটি ফেলে নাফ নদী হয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে এক লাখ পঞ্চাশ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদেরকে শনাক্ত এবং গ্রেপ্তার করার জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও জানা এই কর্মকর্তা।
পূর্বকোণ/পিআর