চট্টগ্রাম শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

বোয়ালখালীতে মাটির ঘরের ছাদ থেকে অজগর উদ্ধার

বোয়ালখালীতে মাটির ঘরের ছাদ থেকে অজগর উদ্ধার

বোয়ালখালী সংবাদদাতা

১৮ ডিসেম্বর, ২০২৫ | ৩:২৪ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে দোতলা মাটির ঘরের ছাদ থেকে অজগর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে সাপটি উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠ বিনোদ বরণ চক্রবর্তীর বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়।

 

জানা গেছে, দোতলার মাটির ঘরের চালের নিচে দেয়ালে সাপটি অবস্থান করছিলো। পরিবারের সদস্যরা দেখতে পান। খবর পেয়ে ওয়াইল্ডলাইফ এন্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশের সদস্য আমির হোসাইন শাওন সাপটি উদ্ধার করেন।

 

শাওন বলেন, চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মাজহারুল ইসলামের নির্দেশনায় সাপটি উদ্ধার করা হয়েছে। সাপটি ওজন প্রায় ২০ কেজি, দৈর্ঘ্যে ১০ ফুট হবে। লেজ জখম রয়েছে। সাপটিকে বন বিভাগের তত্ত্বাবধানে চিকিৎসা প্রদানের পর বনে অবমুক্ত করা হবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট