চট্টগ্রাম শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

সমুদ্রে তিন ট্রলিং বোট, ৭ কোটি টাকার জালসহ ৫৩ জেলে আটক

সমুদ্রে তিন ট্রলিং বোট, ৭ কোটি টাকার জালসহ ৫৩ জেলে আটক

বাঁশখালী সংবাদদাতা 

১৮ ডিসেম্বর, ২০২৫ | ১:৪৪ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে কোস্ট গার্ডের পৃথক অভিযানে অবৈধভাবে ট্রলিং বোট দিয়ে সাগর থেকে মাছ ধরার সময় ৫৩ জেলেকে আট করেছে কোস্ট গার্ড। এসময় তাদের কাছ থেকে ৩ টি আর্টিসানাল ট্রলিং বোট, ৭ কোটি টাকা মূল্যের ৩০টি ট্রলিং জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়েছে।

 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে গন্ডামারা খাটখালী মোহনায় এবং বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে সেন্টমার্টিন ছেড়া দ্বীপ সংলগ্ন  এলাকায় অভিযান চালানো হয়।

 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন। 

 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে কোস্ট গার্ড কন্টিনজেনটাল বাঁশখালী উপজেলার খাটখালী মোহনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ১টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করার পর তল্লাশি করে প্রায় ২৮ লাখ টাকা মূল্যের ৫টি ট্রলিং জাল ও আড়াই হাজার কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ ১৬ জেলেকে আটক করা হয়।

 

তিনি আরও বলেন, বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিক সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন উত্তর-পশ্চিম সমুদ্র এলাকায়  বিশেষ অভিযান পরিচালনা করে ২ টি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। জব্দ করা ফিসিং ট্রলিং বোটে তল্লাশি করে প্রায় ৬ কোটি ২৮ লাখ টাকার ২৫ টি ট্রলিং জাল ও ৩ হাজার কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ ৩৭ জেলেকে আটক করা হয়।

উল্লেখ্য, জব্দ করা আটিসানাল  ফিশিংবোটগুলো বাঁশখালী, কুতুবদিয়া, মহেশখালী এলাকার। আরো অন্তত ২০/২২ আটিসানাল  ফিশিং বোট বিভিন্ন ঘাট থেকে মাছ ধরতে সমুদ্রে যায় বলে জানা গেছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট