
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপিদলীয় প্রার্থী আমীর খসরু, গিয়াস কাদের ও জামায়াতের শাহজাহান চৌধুরীসহ ৭ প্রার্থী। গতকাল বুধবার রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি ও জামায়াত মনোনীত প্রার্থীরা।
চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন তিন জন। নগরের ৫টি আসনের রিটার্নিং অফিসার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দীন। জেলার ১০ আসনে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। চট্টগ্রাম-১১ আসনের রিটার্নিং অফিসার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বেলায়েত হোসেন চৌধুরী।
রিটার্নিং অফিসার কার্যালয় সূত্র জানায়, চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী, হালিশহর ও খুলশী) সংসদীয় আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম-১১ (পতেঙ্গা, ডবলমুরিং, হালিশহর) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন খসরুপুত্র ইস্রাফিল খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম-৬ (রাউজান) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপিদলীয় প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। এছাড়া চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও বায়েজিদ আংশিক) আসনে বিএনপি প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড, আকবর শাহ, পাহাড়তলী, খুলশী) আসনের জামায়াত প্রার্থী মো. আনোয়ার হোসেন, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াত দলীয় প্রার্থী শাহজাহান চৌধুরী। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াত দলীয় প্রার্থী মো. শাহাদৎ হোসেন।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (সাধারণ শাখা) মো. হেদায়েত উল্যাহ্ জানান, বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে সম্ভাব্য তিন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
জেলা প্রশাসনের কার্যালয় থেকে জানানো হয়, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কার্যালয় থেকে একজন এবং সাতকানিয়া ও চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার কার্যালয় থেকে দুইজন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এদিকে, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জানান, চট্টগ্রাম-১১ আসন থেকে একজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
গতকাল বুধবার পর্যন্ত ৯টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। এরমধ্যে বিএনপি ও জামায়াত দলীয় প্রার্থী ছাড়াও একজন স্বতন্ত্র রয়েছেন। ইতিপূর্বে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী, চান্দগাঁও, বায়েজিদ, পাঁচলাইশ আংশিক) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ। চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী, হালিশহর ও খুলশী) আসন থেকে মোহাম্মদ আরমান নামে এক স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল মতে, আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ সময়। তফসিল ঘোষণার পরদিন (১২ ডিসেম্বর) থেকে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশন। চট্টগ্রামের ১৬ আসনে গতকাল বুধবার পর্যন্ত নয়জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
পূর্বকোণ/ইবনুর