
কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানে ৩ কোটি টাকা মুল্যের ১ লাখ ইয়াবাসহ মো. সালাম (৩৫) নামে এক রোহিঙ্গা মাদককারবারি আটক করেছে বিজিবি। বুধবার (১৭ ডিসেম্বর) ভোররাতে টেকনাফের দমদমিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ২৭ নম্বর ক্যাম্পের ওলা মিয়ার পুত্র।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক আশিকুর রহমান পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মায়ানমারের মংড়ু ইয়াবার একটি চালান দমদমিয়া জাদিমুড়া নামক এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির নৌ-টহল দল তাদের ঘিরে ফেলে। এ সময় মাদককারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মায়ানমারের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ১ জন মাদককারবারীকে ইয়াবাসহ আটক করা হয়।
আটককৃত আসামি ও মাদকদ্রব্য যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
পূর্বকোণ/পারভেজ