চট্টগ্রাম বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

রাঙ্গুনিয়ায় অটোরিক্সা থেকে ছিটকে পড়ে শিক্ষক নিহত

রাঙ্গুনিয়া সংবাদাতা

১৭ ডিসেম্বর, ২০২৫ | ৩:০৭ অপরাহ্ণ

চট্টগ্রামের ‎রাঙ্গুনিয়ায় সিএনজিচালিত অটোরিক্সা থেকে ছিটকে পড়ে গাছের সাথে ধাক্কা লেগে উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক নুরুল কবির (৫০) নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের নুরুচ্ছাফা বিদ্যানিকেতনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

‎জানা গেছে, পদুয়ার আলহাজ নুরুচ্ছফা বিদ্যানিকেতনের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি থেকে ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০ টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎নিহত নুরুল কবির বাঁশখালীর ১১নং পুইছড়ি ইউনিয়নের প্রেমবাজার স্থানীয় মুহাম্মদ নন্ন্যা মিয়ার দ্বিতীয় ছেলে। তার পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

‎এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, সড়ক দুর্ঘটনায় এক শিক্ষকের মৃত্যুর খবর পেয়েছি। তবে এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট