
সফলতার গল্প ২৫’র সম্মাননা পেলেন রেস্টুরেন্ট এন্ড ট্যুরিজম ব্যবসায়ী ও আশরিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আক্কাস উদ্দিন । আক্কাস উদ্দিনসহ ৩০ জন গুণী ব্যক্তিদের সম্মান জানাতে ১৬ ডিসেম্বর ২০২৫ রাতে অনুষ্ঠিত হয়েছে অনুপ্রেরণামূলক রিয়েলিটি প্রোগ্রাম ‘সফলতার গল্প ২০২৫’।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বিলাসবহুল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফে সন্ধ্যায় এ অনুষ্ঠানের আয়োজন করছে পিবিআইএফ PBIF। চট্টগ্রামের রেস্টুরেন্ট এন্ড ট্যুরিজম ব্যবসায়ী মো. আক্কাস উদ্দিন আউটস্ট্যান্ডিং লিডারশিপ ইন হসপিটালিটি এন্ড ট্যুরিজমট্যুরিজম”র উপর পিবিআইএফ এ গুণীজন সম্মাননা পান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. নাজরুল ইসলাম তালুকদার। এছাড়া উপস্থিত ছিলেন– মৌলভীবাজার জেলা ও দায়রা জর্জ রবিউল আউয়াল. প্রথমা বাংলাদেশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাকসহ দেশের বিভিন্ন সেক্টরের শতাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এবারের আসরে ব্যবসা-বাণিজ্য, প্রযুক্তি, ডিজিটাল উদ্ভাবন, শিক্ষা, সংস্কৃতি এবং সৃজনশীল কনটেন্ট নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে ৩০ জন গুণীজনকে ‘Medal of Success 2025’ প্রদান করা হয়। সমাজে ইতিবাচক ভূমিকা ও অনুপ্রেরণাদায়ী কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের সাফল্যের গল্প গড়ে তোলা এসব ব্যক্তির হাতে এই বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, ‘সফলতার গল্প’ শুধু একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান নয়; এটি এমন একটি মঞ্চ, যেখানে মানুষের গল্প মানুষকে শক্তি, সাহস ও আত্মবিশ্বাস জোগাবে। প্রত্যেক সাফল্যের পেছনে রয়েছে অধ্যবসায়, নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম—এই বার্তাই ছড়িয়ে দিতে চায় আয়োজনটি।
পূর্বকোণ/ইবনুর