
চট্টগ্রামের সাতকানিয়ায় পুলিশের অভিযানে একনলা বন্দুকসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার(১৬ ডিসেম্বর) উপজেলার বাজালিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হলুদিয়া এলাকার শ্যামাচরন বড়ুয়ার ছেলে রাজীব বড়ুয়া (৫৩), একই এলাকার সুভাষ বড়য়ার ছেলে মৃদুল বড়ুয়া (৩৫)।
পুলিশ জানায়, সন্দেহজনক সিএনজিচালিত অটোরিক্সা থামালে গাড়িতে থাকা গ্রেপ্তার মৃদুল বড়ুয়া পালানোর চেষ্টা করে। পরে তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে সিএনজিতে থাকা অন্য আসামি রাজীব বড়ুয়ার কাছে অস্ত্র আছে। এসময় অভিযান চালিয়ে একনলা বন্দুকসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়।
সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা বলেন, একনলা বন্দুক সহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
পূর্বকোণ/ইবনুর