চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

হালদা থেকে মৃত ডলফিন উদ্ধার

হাটহাজারী সংবাদদাতা

১৬ ডিসেম্বর, ২০২৫ | ৩:১১ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে হালদা নদী থেকে এক মণ ওজনের একটি মৃত ডলফিন উদ্ধার করেছে নৌ পুলিশ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার উত্তর মাদার্শা বাড়িঘোনা এলাকায় নদীতে জোয়ারের সময় ভাসমান অবস্থায় ডলফিনটি উদ্ধার করা হয়।
উদ্ধার কৃত ডলফিনটি সুরতহাল ও ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার হালদা রিভার রিসার্চ সেন্টারে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
হালদা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ রমজান আলী বলেন, উদ্ধার হওয়া ডলফিনটি কয়েক দিন আগে মারা গেছে। এটির শরীরে পচন ধরেছে। শরীরের চামড়া ফুলে উঠেছে। তবে সুরতহাল ও ময়নাতদন্তের পর এটির মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান মনজুরুল কিবরিয়া বলেন, হালদা নদী থেকে নৌ পুলিশ ডলফিনটি উদ্ধার করে। হালদা নদী গবেষণাগারের কর্মীরা ডলফিনটির সুরতহাল ও ময়নাতদন্ত করে এটির মৃত্যুর কারণ নিশ্চিত করবে।
তিনি আরো বলেন, গত ৯ মাসের ব্যবধানে এ নিয়ে ৪টি মৃত ডলফিন হালদা নদী থেকে উদ্ধার করা হয়েছে।হালদা থেকে মৃত ডলফিন উদ্ধার
হাটহাজারী সংবাদদাতা
চট্টগ্রামের হাটহাজারীতে হালদা নদী থেকে এক মণ ওজনের একটি মৃত ডলফিন উদ্ধার করেছে নৌ পুলিশ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার উত্তর মাদার্শা বাড়িঘোনা এলাকায় নদীতে জোয়ারের সময় ভাসমান অবস্থায় ডলফিনটি উদ্ধার করা হয়।
উদ্ধার কৃত ডলফিনটি সুরতহাল ও ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার হালদা রিভার রিসার্চ সেন্টারে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
হালদা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ রমজান আলী বলেন, উদ্ধার হওয়া ডলফিনটি কয়েক দিন আগে মারা গেছে। এটির শরীরে পচন ধরেছে। শরীরের চামড়া ফুলে উঠেছে। তবে সুরতহাল ও ময়নাতদন্তের পর এটির মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান মনজুরুল কিবরিয়া বলেন, হালদা নদী থেকে নৌ পুলিশ ডলফিনটি উদ্ধার করে। হালদা নদী গবেষণাগারের কর্মীরা ডলফিনটির সুরতহাল ও ময়নাতদন্ত করে এটির মৃত্যুর কারণ নিশ্চিত করবে।
তিনি আরো বলেন, গত ৯ মাসের ব্যবধানে এ নিয়ে ৪টি মৃত ডলফিন হালদা নদী থেকে উদ্ধার করা হয়েছে।

পূর্বকোণ/

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট