
চট্টগ্রাম বন্দরের একটি অপটিক্যাল ফাইবার ক্যাবল সংযোগ কাটা পড়ার কারণে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)–এর ৪ নম্বর গেট দিয়ে প্রায় তিন ঘণ্টা কোনো ধরনের যানবাহন প্রবেশ করতে পারেনি। এতে বন্দরসংলগ্ন গুরুত্বপূর্ণ সড়কে ভয়াবহ যানজট সৃষ্টি হয়। একদিকে অলংকার মোড়, অন্যদিকে সিমেন্ট ক্রসিং পর্যন্ত দীর্ঘ সারিতে যানবাহন আটকে পড়ে।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে ক্যাবল সংযোগ বিচ্ছিন্নের কারণে গেট পাস সার্ভারের সাথে সংযোগ স্থাপন করা যাচ্ছিলো না। এতে এনসিটি-৪ নম্বর গেটে ট্রাক ও কাভার্ডভ্যানসহ বন্দরমুখী যানবাহন প্রবেশ বন্ধ হয়ে যায়। গেটে গাড়ির পাস যাচাই করা সম্ভব না হওয়ায় বন্দর কার্যক্রম সাময়িকভাবে স্থবির হয়ে পড়ে। যার কারণে সড়কে সাধারণ যাত্রী, কর্মজীবী মানুষ এবং পণ্যবাহী গাড়ির চালকদের চরম ভোগান্তিতে পড়তে হয়। অনেক যানবাহন ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে থাকে, এতে নগরীর যান চলাচলেও নেতিবাচক প্রভাব পড়ে।
এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক পূর্বকোণকে বলেন, এনসিটিতে একটি ক্যাবল ছিঁড়ে যাওয়ায় সার্ভার সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে বন্দর গেটে গাড়ির পাস চেক করা যাচ্ছিল না। এতে প্রায় তিন ঘণ্টা যানবাহন প্রবেশ বন্ধ ছিল। তিনি আরও জানান, ক্যাবল সংযোগ মেরামত শেষে যানবাহন প্রবেশ শুরু হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে।
পূর্বকোণ/আরআর/পারভেজ