চট্টগ্রাম সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রাম নগরীতে অনুমোদনবিহীন ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জামাদি তৈরির দায়ে ওয়ানপ্লাস নামে একটি কোম্পানিকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জাম তৈরি, ওয়ানপ্লাসকে ১২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

১৫ ডিসেম্বর, ২০২৫ | ৫:০১ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীতে অনুমোদনবিহীন ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জামাদি তৈরির দায়ে ওয়ানপ্লাস নামে একটি কোম্পানিকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

সোমবার (১৫ ডিসেম্বর) সদরঘাট থানাধীন কদমতলী এলাকায় অবস্থিত ওই কোম্পানিকে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান এ জরিমানা করেন।

 

আবু হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কদমতলী এলাকায় ওয়ানপ্লাস কোম্পানিতে অভিযান চালানো হয়। কোম্পানিটি অনুমোদবিহীন ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জামাদি তৈরি করে আসছিল। অভিযানে সেখান থেকে অনুমোদনবিহীন ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জামাদি জব্দ এবং ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসকল অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট