
চট্টগ্রামের বাঁশখালী পিএবি সড়কের বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া চৌমুহনী এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩টি দেশীয় তৈরি এলজি ও ৮ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।
সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার চেচুরিয়া চৌমুহনী এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তারকৃতরা হলো,নোয়াখালীর হাতিয়া উপজেলার ফরিদপুর গ্রামের বাসিন্দা খুরশীদ আলম (৩২) ও ভূজপুর থানার মোহাম্মদ হাসান প্রকাশ আকাশ (২৭)।
বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযানে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল চেচুরিয়া চৌমুহনী এলাকায় তল্লাশি চৌক বসিয়ে তল্লাশি শুরু করেন। এসময় চট্টগ্রাম অভিমুখী একটি টেম্পু তল্লাশি চালিয়ে ৩টি দেশীয় তৈরি এলজি ও ৮ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়। এসময় দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/পিআর