
জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। রবিবার রাত ৮টার পরে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যায়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, “তাকে কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি আমরা। তার সঙ্গে কথা বলার পরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।“বিষয়টি আমরা সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সংবাদমাধ্যমকে জানিয়ে দেব।”
পূর্বকোণ/আরআর/পারভেজ