চট্টগ্রাম শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

হাদিকে বর্তমানে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে : মেডিকেল বোর্ড

হাদিকে বর্তমানে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে : মেডিকেল বোর্ড

অনলাইন ডেস্ক

১৩ ডিসেম্বর, ২০২৫ | ৫:১৯ অপরাহ্ণ

দুর্বৃত্তের গুলিতে মারাত্মক আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে ভর্তি। তার শারীরিক অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক। মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ফুসফুসে ইনজুরি বিদ্যমান। তবে তার কিডনির কার্যক্ষমতা বর্তমানে ফিরে এসেছে।

 

শনিবার (১৩ ডিসেম্বর) এসব তথ্য জানায় ওসমান হাদির চিকিৎসার জন্য বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড।

 

হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের জ্যেষ্ঠ কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. জাফর ইকবালের নেতৃত্বে এই ১৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

 

মেডিকেল বোর্ড জানিয়েছে, ওসমান হাদির ব্রেন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে ব্রেন স্টেমে ইনজুরির কারণে তার রক্তচাপ ও হৃৎস্পন্দন [হার্টবিট] ওঠানামা করছে। রক্তচাপ নিয়ন্ত্রণে সাপোর্ট দেওয়া হচ্ছে। তবে হার্টবিট কমে গেলে তাৎক্ষণিকভাবে টেম্পোরারি পেসমেকার বসানোর জন্য একটি বিশেষ টিম সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।

 

বোর্ডের পর্যবেক্ষণে আরও বলা হয়, তার ফুসফুসে আঘাত (ইনজুরি) রয়েছে এবং চেস্ট ড্রেইন টিউব দিয়ে অল্প রক্তক্ষরণ হচ্ছে। ফুসফুসে সংক্রমণ ও তীব্র শ্বাসকষ্টজনিত জটিলতা যেন তৈরি না হয়, সেদিকে লক্ষ্য রেখে তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে।

 

১৩ সদস্যের মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ডের প্রাইমারি কনসালটেন্ট হিসেবে রয়েছেন ডা. আলিউজ্জামান এবং আইসিইউ কনসালটেন্ট হিসেবে ডা. জাফর ইকবাল। এছাড়া নিউরোসার্জারি, কার্ডিওলজি, নেফ্রলজি, রেসপিরেটরি মেডিসিনসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এই বোর্ডে রয়েছেন।

 

বোর্ড জানিয়েছে, যেহেতু অপারেশন সম্পন্ন হয়েছে, তাই এখন তাকে রক্ষণশীল [কনজারভেটিভ] ব্যবস্থাপনায় রাখা হয়েছে। ব্রেন প্রটেকশন প্রটোকল মেনে সব ধরনের সাপোর্ট দেওয়া হচ্ছে। শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে পুনরায় মস্তিষ্কের সিটি স্ক্যান করা হতে পারে।

 

মেডিকেল বোর্ড আরও জানিয়েছে, জটিলতার মধ্যেও কিছু ক্ষেত্রে উন্নতির লক্ষণ দেখা গেছে। চিকিৎসকরা জানান, তার কিডনির কার্যক্ষমতা ফিরে এসেছে। ফ্লুইড ব্যালেন্সের মাধ্যমে সেটি ধরে রাখার চেষ্টা চলছে। এছাড়া শরীরে রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণ হওয়ার মধ্যে যে অসামঞ্জস্যতা [ডিআইসি] দেখা দিয়েছিল, তা অনেকটা নিয়ন্ত্রণে এসেছে।

 

রোগীর গোপনীয়তা ও ইনফেকশন রোধে হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানিয়েছে মেডিকেল বোর্ড। নির্দেশনায় বলা হয়েছে, কোনো দর্শনার্থী ভেতরে প্রবেশের অনুমতি পাবেন না।

 

ডা. মো. জাফর ইকবাল বলেন, ‘আমাদের মেডিকেল টিম সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে চিকিৎসা চালিয়ে যাচ্ছে। রোগীর গোপনীয়তা ও মর্যাদা রক্ষায় সবার সহযোগিতা কাম্য। তার শারীরিক অবস্থার উন্নতির জন্য দেশবাসীর কাছে দোয়া চাইছি।’

 

এছাড়া প্রাথমিক পর্যায়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের ‘হিরোইক’ বা বীরোচিত ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়েছে এভারকেয়ারের মেডিকেল বোর্ড।

 

গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি অস্ত্রোপচার শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট