
চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী ছাত্রদলকর্মী নিহত ও অপর দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাউজান পৌরসভার ১নম্বর ওয়ার্ডের পশ্চিম গহিরা মিয়ারঘাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত এস.কে তারেক (২৪) পৌরসভার পশ্চিম গহিরা ১নম্বর ওয়ার্ডের রুয়েজ আলী চৌধুরী বাড়ির মৃত খোরশেদ আলমের ছেলে। আহতরা হলেন ১ নম্বর ওয়ার্ডের সিকদার বাড়ির মো. রনি ও সাবেক মেয়র মরহুম কাজী আবদুল্লাহ আল হাসানের বাড়ির মো. জনি।
প্রত্যক্ষদর্শী ও হতাহতদের প্রতিবেশীরা জানান, দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে ওভারটেক করার সময় তারেকের বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে পশ্চিম গহিরার মিয়ারঘাটা এলাকায় চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের আইল্যান্ডের সাথে ধাক্কা খায়। সঙ্গে সঙ্গে তারা মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন। তিনজনই মাথা ও শরীরে প্রচন্ড আঘাতপ্রাপ্ত হন। ঘটনাস্থলেই মারা যান তারেক। গুরুতর আহত হন রনি ও জনি। আহত দু’জনের অবস্থা আশংকাজনক। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাউজান থানা হাইওয়ের ওসি মোহাম্মদ উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ‘আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই তারা নিহতের মরদেহ সরিয়ে নিয়েছেন এবং আহতদের হাসপাতালে পাঠিয়েছেন বলে জানতে পেরেছি। কেউ অভিযোগ দিলে তা খতিয়ে দেখা হবে।’
সাবেক ছাত্রদল নেতা সাইফুল আজম ছোটন বলেন, ‘হতাহতরা রাউজান ছাত্রদল ও যুবদলকর্মী ছিলেন।
পূর্বেকোণ/পারভেজ