চট্টগ্রাম শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

বিএসপি ফুডের ‘ভেজিটেবল ঘি’ নকল করে বিক্রি, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

১২ ডিসেম্বর, ২০২৫ | ৭:০৩ অপরাহ্ণ

বিএসপি ফুডের ‘কুকমি মনোরমা ভেজিটেবল ঘি’ এর লেভেল নকল করে নিম্মমানের ঘি বিক্রির দায়ে ৩ কার্টন নকল ঘিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে চান্দগাঁও এলাকা থেকে গ্রেপ্তার দুজনকে আজ শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ওসি জাহেদুল কবির পূর্বকোণ অনলাইনকে জানান, গতকাল রাত আটটার দিকে তাদের বিএসপি ফুডের ব্যবস্থাপক বেলাল হোসেনের দায়ের করা মামলার প্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩ কার্টন নকল ঘি জব্দ করা হয়। 

গ্রেপ্তাররা হলেন- চট্টগ্রামের রাউজান থানার খৈয়াখালী এলাকার মৃত শাহ আলমের ছেলে মো. শাহ জাহান (৩০), রাঙ্গুনিয়ার পশ্চিম বেতাগি এলাকার মতিলাল দত্তের ছেলে বাবুল দত্ত (৫৮)।

বিএসপি ফুডের ব্যবস্থাপনা পরিচালক অজিত কুমার দাশ পূর্বকোণ অনলাইনকে বলেন, বাজার থেকে বেশ কিছু দিন থেকে খবর আসতে থাকে আমাদের ‘কুকমি মনোরমা ভেজিটেবল ঘি’এর মান নিম্মমানের হয়ে গেছে। কিন্তু আমরা কোয়ালিটি চেক করে দেখলাম ঠিক আছে। পরে বাজারে আমাদের লেভেল নকল করে বিক্রি করা নকল ঘি হাতে পেলে তখন আমরা খোঁজ খবর নিতে শুরু করি। অনেকদিন পর গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার সময় আমাদের কর্মকর্তারা মোহরা কাজীরহাটের মাতৃকা এন্টারপ্রাইজে নকল ঘি এর সন্ধান পায়। পরে সেখানে পুলিশ গিয়ে দুজনকে আটক করে ও ৩ কার্টনে ৬০ পিস নকল ঘি জব্দ করে।

বিএসপি ফুডের ব্যবস্থাপক বেলাল হোসেন জানান, গ্রেপ্তার দুইজনের মধ্যে মূলহোতা হচ্ছে শাহজাহান, সেই এই নকল ঘি উৎপাদন করে। আর বাবুল দত্ত হলো বিক্রেতা। বিগত পাঁচ বছর ধরে আমরা এই চক্রটার সন্ধানে ছিলাম।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট