চট্টগ্রাম শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদী গুলিবিদ্ধ, নেওয়া হয়েছে ঢামেকে

অনলাইন ডেস্ক

১২ ডিসেম্বর, ২০২৫ | ৩:২৪ অপরাহ্ণ

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদী গুলিবিদ্ধ হয়েছেন।

আজ শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় গুলির ঘটনা ঘটে।

তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেকে) নেওয়া হয়েছে।

ওসমান হাদীকে হাসপাতালে নেওয়ার তথ্য নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক। তিনি বলেন, দুপুর আড়াইটার পর গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে হাসপাতালে আনা হয়। সঙ্গে সঙ্গেই তার চিকিৎসা শুরু হয়েছে।

পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, গুলিবিদ্ধ হওয়ার ঘটনা শুনেছি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজী জানান, নির্বাচনী প্রচারণার সময় তাকে গুলি করা হয়।

হাসপাতালে হাদীর সমর্থকদের ভিড়
এদিকে হাদীর সমর্থকরা হাসপাতালে ভিড় জমিয়েছেন। তারা জানান, নভেম্বর মাসে দেশি-বিদেশি ৩০টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পেয়েছেন বলে জানিয়েছিলেন হাদি।

এর আগে বেলা ১১টা ৫২ মিনিটে হাদি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখেন, ‘যেহেতু ঢাকা-৮ এ আমার পোস্টার-ফেস্টুন কিছুই নাই, তাই আমার এখন ছেঁড়া-ছিঁড়িরও চাপ নাই। দুদকের সামনে থেইকা জুম্মা মোবারক।’

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট