চট্টগ্রাম শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

সাংবাদিক হোসাইন তৌফিক ইফতেখারের পিতা আর নেই, সিইউজের শোক

বিজ্ঞপ্তি

১২ ডিসেম্বর, ২০২৫ | ১২:০৬ অপরাহ্ণ

চট্টগ্রাম প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়নের সদস্য ও দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখারের পিতা আবু মোহাম্মদ হোছাইন আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১২ ডিসেম্বর) ভোররাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের নামাজে জানাজা ও দাফনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম নগরের দিদার মার্কেটের পেছনে দেওয়ানবাজার মোড়ের মদিনা মসজিদে। এরপর তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে গ্রামের বাড়ি সাতকানিয়ায়।

সেখানে বিকেল সাড়ে ৩টায় সাতকানিয়ার মাদার্শা দেওদীঘি উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বিকেল ৪টায় মাদার্শা বুড়িপুকুর মসজিদের পারিবারিক কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

এদিকে, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য ও চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক হোসাইন তৌফিক ইফতেখারের পিতা আবু মোহাম্মদ হোছাইনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে সিইউজে। শুক্রবার (১২ ডিসেম্বর) এক শোকবার্তায় সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সিইউজে নেতৃবৃন্দ বলেন, পিতা হারানোর শোক কতটা গভীর তা কেবল তিনিই বুঝতে পারেন, যিনি পিতাকে হারিয়েছেন। সহযোদ্ধা সাংবাদিক হোসাইন তৌফিক ইফতেখারের পিতৃহারা হওয়ার ঘটনায় সিইউজে পরিবার গভীরভাবে শোকাহত।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট