চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

টেকনাফে ৩ কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ২

তিন কোটি টাকার ইয়াবা নিয়ে দু’জন ধরা টেকনাফে

টেকনাফ সংবাদদাতা  

১১ ডিসেম্বর, ২০২৫ | ৬:১৬ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে ৩ কোটি টাকার ১ লাখ ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে সদর ইউনিয়নের তুলাতলী ঢাকাইয়া বিল্ডিং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, তুলাতুলীর মৃত জালাল আহমদ প্রকাশ জলালের ছেলে মোহাম্মদ আলী (৩৪) ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মৃত বাবু মিয়ার ছেলে মো. ইলিয়াছ (২৯)।

র‌্যাব-১৫’র মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ.ম. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মেরিন ড্রাইভে কিছু মাদক কারবারি ইয়াবার একটি বড় চালান পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১ লাখ ইয়াবা ও দুটি মোবাইল জব্দের পাশাপাশি ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধার ইয়াবা ও গ্রেপ্তার আসামিদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/এএইচসি/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট