চট্টগ্রাম বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

পুলিশের সহায়তায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা

পুলিশের সহায়তায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা

অনলাইন ডেস্ক

১০ ডিসেম্বর, ২০২৫ | ৯:৫৯ অপরাহ্ণ

বেলা আড়াইটা থেকে অবরুদ্ধ অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ রাত ৮টার দিকে পুলিশের সহায়তায় সচিবালয়ের নিজ দফতর থেকে বেরিয়ে গেছেন। 
জানা গেছে, এর আগে আন্দোলনকারী কর্মচারীদের নিজ দফতরে ডেকে আগামীকাল বৃহস্পতিবারের (১১ ডিসেম্বর) মধ্যে তাদের দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলে আন্দোলকারী কর্মচারীরা তা প্রত্যাখ্যান করেন এবং আজ বুধবারের মধ্যেই বাস্তবায়নের করতে হবে -এমন দাবিতে তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যান। পরে অর্থ উপদেষ্টা পুলিশের সহায়তায় সচিবালয় ছেড়ে যান। এ সময় আন্দোলনকারী কর্মচারীরা কোনও বাধা দেননি বলে জানা গেছে।  
এর আগে বেলা আড়াইটার পর থেকে সচিবালয়ে নিজ দফতরে তাকে অবরুদ্ধ করে রাখেন সচিবালয়ে কর্মরত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। এ সময় কর্মচারীরা ভাতার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।  
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরের পর থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মচারীরা দলবেঁধে এসে সচিবালয়ের ১১ নম্বর ভবনের চতুর্থ তলায় অর্থ উপদেষ্টার দফতরের সামনে অবস্থান নেন। 
জানা গেছে, বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি বাদিউল কবিরের নেতৃত্বে কর্মচারীরা উপদেষ্টাকে অর্থ মন্ত্রণালয়ের অর্থ উপদেষ্টার নিজ দফতরে অবরুদ্ধ করে রাখেন। 
বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি বাদিউল কবির বলেন, ‘সচিবালয়ের কর্মচারীরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ভাতার দাবি করে আসছিলেন। আজ তারা বলেছে সরকারের পক্ষ থেকে এ সংক্রান্ত গেজেট জারি করা ছাড়া তারা তাদের অবস্থান থেকে সরবেন না।’ 
পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট