চট্টগ্রাম বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে এনএসআই সেজে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার

চট্টগ্রামে এনএসআই সেজে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১০ ডিসেম্বর, ২০২৫ | ৫:২৫ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট এলাকায় জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) পরিচয়ে প্রতারণা করার সময় সৈয়দ আহমদ শিমুলকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তার সৈয়দ আহমদ শিমুল মৌলভীবাজার জেলার কমলগঞ্জের কেওয়ালীঘাট এলাকার মো. নাসির আলীর ছেলে।

 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় বিপ্লব উদ্যান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান। তিনি জানান, ২ নম্বর গেট বিপ্লব উদ্যানে দিল খুশ জ্যুস বারের স্টাফ পুনম বড়ুয়াকে এনএসআই কর্মকর্তা পরিচয়ে বিদেশে পাঠানোর কথা বলে প্রতারণা করছিলেন সৈয়দ আহমদ শিমুল। পরে ওই ব্যক্তি এনএসআই সদস্য কিনা সেটি নিশ্চিত হওয়ার জন্য তিনি চট্টগ্রাম মেট্রো এনআএসআইকে জানান। পরে এনএসআইয়ের প্রতিনিধি দলের যাচাই-বাছাই করে তাকে ভুয়া হিসেবে শনাক্ত করেন। পরে আমাদেরকে খবর দেয়া হলে আমরা তাকে গ্রেপ্তার করি। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট