চট্টগ্রাম বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

চীনে ৪০ মিনিটের আগুনে প্রাণ গেল ১২ জনের

চীনে ৪০ মিনিটের আগুনে প্রাণ গেল ১২ জনের

আন্তর্জাতিক ডেস্ক

১০ ডিসেম্বর, ২০২৫ | ১২:৩১ অপরাহ্ণ

চীনের দক্ষিণাঞ্চলের শহর শানটোউতে এক আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ১২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটের দিকে চারতলা ওই ভবনে আগুন লাগে।

বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আগুন লাগার ৪০ মিনিটের মধ্যেই তা নিভিয়ে ফেলা হয়। অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে তা জানতে তদন্ত শুরু হয়েছে।

 

হংকংয়ে গত প্রায় আট দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের কয়েক দিন পর শানটোউতে এ অগ্নিকাণ্ড হল। ওয়াং ফুক কোর্ট অগ্নিকাণ্ডে মঙ্গলবার মৃত্যু বেড়ে ১৬০ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

 

এশিয়ার অন্যতম বড় ব্যবসায়িক হাব হংকংয়ে প্রাণঘাতী ওই অগ্নিকাণ্ডের পর চীনের শীর্ষ নেতৃত্ব আবাসন খাতে নিরাপত্তাজনিত ঝুঁকি দূর করার তাগাদা দিয়েছে।

 

বেইজিং গত মাসে দেশজুড়ে বহুতল ভবনগুলোর অগ্নিনিরাপত্তা মান খতিয়ে দেখারও কড়া নির্দেশনা দিয়েছে, যেন হংকংয়ের মতো ঘটনা আর না ঘটে।

 

এর আগে এপ্রিলে উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশে এক নার্সিং হোমে বয়স্কদের একটি অ্যাপার্টমেন্টে আগুন লাগার ঘটনায় ২০ জনের মৃত্যু হয়েছিল।

কয়েক সপ্তাহ পর উত্তরপূর্ব চীনে এক রেস্তোরাঁয় লাগা আগুন ২২ জনের প্রাণ কেড়ে নেয়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন