
রাঙামাটির কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের কয়লার ডিপু সংলগ্ন কর্ণফুলি নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৩ কেজি ওজনের কাতালা মাছ। যা প্রতি কেজি এক হাজার টাকা করে স্থানীয়দের মাঝে বিক্রয় করা হয়।
সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় জেলে উজ্জ্বল মল্লিকের জালে কাতলা মাছটি ধরা পড়ে।
উজ্জ্বল মল্লিক জানান, কাচকি জাল নিয়ে কর্ণফুলী নদীতে মাছ ধরতে যাই, জালটানতেই দেখা মিলে বড় একটি কাতালা মাছ জালে উঠে আসে। পরে তীরে এসে ওজন করে দেখি এটার ওজন ২৩ কেজি। যা প্রতি কেজি ১ হাজার টাকা করে স্থানীয় লোকদের নিকট তৎক্ষনিক বিক্রয় করে ফেলি ২৩ হাজার টাকায়।
পূর্বকোণ/পারভেজ