চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং করে বিশ্বরেকর্ড গড়ার উদ্যোগ

বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং করে বিশ্বরেকর্ড গড়ার উদ্যোগ

অনলাইন ডেস্ক

৯ ডিসেম্বর, ২০২৫ | ১২:২৮ পূর্বাহ্ণ

স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উদযাপনে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং করে বিশ্বরেকর্ড গড়ার উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ।

বিজয় দিবসের দিন অন্যান্য আয়োজনের পাশাপাশি সেনা, নৌ ও বিমানবাহিনীর যৌথ উদ্যোগে ৫৪ জন প্যারাট্রুপার জাতীয় পতাকা হাতে স্কাইডাইভিং করবেন।

প্রধান উপদেষ্টার প্রেস অফিস বলছে, এটিই হবে বিশ্বের বুকে ‘সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং’, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়বে।

সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক সভায় বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি ও কর্মযজ্ঞ নিয়ে আলোচনা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম সেখানে সভাপতিত্ব করেন।

সভা শেষে প্রধান উপদেষ্টা দপ্তর বিজ্ঞপ্তিতে বলেছে, বিজয় দিবস উপলক্ষে তথ্য মন্ত্রণালয় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। বিধি অনুযায়ী, দিবসটিতে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনসহ বিদেশে বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। পাশাপাশি বিভিন্ন ভবন ও স্থাপনায় আলোকসজ্জা করা হবে। প্রতি বছরের মত এবারও একত্রিশ বার তোপধ্বনি, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিশেষ অনুষ্ঠান এবং জেলা-উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনার আয়োজন থাকবে।

বিজয় দিবসের দিন সকাল ১১টা থেকে ঢাকার তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী পৃথকভাবে ‘ফ্লাই-পাস্ট’ মহড়া পরিচালনা করবে। একই স্থানে হবে বিজয় দিবসের বিশেষ ‘ব্যান্ড-শো’।

সকাল ১১টা ৪০ মিনিট থেকে ‘টিম বাংলাদেশ’ এর ৫৪ জন প্যারাট্রুপার স্বাধীনতার ৫৪ বছর উদ্‌যাপন উপলক্ষে জাতীয় পতাকা হাতে প্যারাস্যুটিং করবেন। জনসাধারণের জন্য এই আয়োজন উন্মুক্ত থাকবে।

একইসঙ্গে দেশের অন্যান্য শহরেও সেনা, নৌ ও বিমানবাহিনী ‘ফ্লাই-পাস্ট’ মহড়া পরিচালনা করবে। পাশাপাশি সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনী ব্যান্ড-শো আয়োজন করবে, যা সবার জন্য উন্মুক্ত থাকবে।

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উদ্যোগে গত বছরের মত এবারও দেশের সব জেলা ও উপজেলায় তিন দিনব্যাপী বিজয়মেলা হবে। জেলা ও উপজেলা পর্যায়ে শিশুদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে আগামী ১৫ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বিকাল ৩টায় ‘অ্যাক্রোবেটিক শো’ এবং সন্ধ্যা ৬টায় যাত্রাপালা ‘জেনারেল ওসমানী’ মঞ্চস্থ হবে। ১৬ ডিসেম্বর বিকেল ৩টা থেকে একই স্থানে পরিবেশিত হবে বিজয় দিবসের গান। একই দিনে ৬৪ জেলায় একযোগে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশন করবেন নতুন প্রজন্মের শিল্পীরা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চট্টগ্রাম, খুলনা, মংলা ও পায়রা বন্দরসহ ঢাকার সদরঘাট, পাগলা ও বরিশাল অঞ্চলে বিআইডাব্লিউটিসি ঘাটে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের একক ও যৌথ ব্যবস্থাপনায় নৌযানসমূহ সকাল ৯টা থেকে সূর্যাস্ত পর্যন্ত জনসাধারণের জন্য খোলা থাকবে।

ঢাকাসহ দেশের সিনেমা হলে শিক্ষার্থীদের জন্য বিনা টিকিটে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। এছাড়া বিভিন্ন মিলনায়তন ও উন্মুক্ত স্থানে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্রও দেখানো হবে।

সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার অধীন জাদুঘরগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের জন্য বিনা প্রবেশমূল্যে উন্মুক্ত থাকবে। দেশের সকল বিনোদনকেন্দ্র শিশুদের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিনা টিকিটে প্রবেশের সুযোগ রাখবে।

মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য কামনায় মোনাজাত বা প্রার্থনা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া দেশের হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম, এতিমখানা, পথশিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, ডে কেয়ার ও শিশু বিকাশ কেন্দ্র, শিশু পরিবার এবং ভবঘুরে কল্যাণ প্রতিষ্ঠানগুলোতে প্রীতিভোজের আয়োজন থাকবে।

সভায় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “এবারের বিজয় দিবসে দেশব্যাপী বিজয় মেলা, এই প্রজন্মের শিল্পীদের কণ্ঠে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান, সোহরাওয়ার্দী উদ্যানে যাত্রাপালা ‘জেনারেল ওসমানী’, কনসার্ট, এবং পুরাতন এয়ারপোর্টে এয়ার শো এবং ৫৪টি পতাকা নিয়ে ৫৪ জন প‍্যারাট্রুপারের জাম্প- এই সব মিলিয়ে নতুন প্রজন্ম এক স্মরণীয় বিজয় দিবস উদযাপন করতে যাচ্ছে। আশা করছি, এবারের বিজয় উদযাপন অতীতের সব উদযাপনকে ছাড়িয়ে যাবে।”

প্রধান উপদেষ্টার কার্যালয়ে সভায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকও উপস্থিত ছিলেন।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট