চট্টগ্রাম সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

কক্সবাজারের সব থানায় নতুন ওসি

কক্সবাজারের সব থানায় নতুন ওসি

কক্সবাজার সংবাদাতা

৮ ডিসেম্বর, ২০২৫ | ৬:৪৯ অপরাহ্ণ

কক্সবাজার জেলার ৯টি থানাতেই একযোগে নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

জেলার গুরুত্বপূর্ণ এই প্রশাসনিক পরিবর্তন আজ সোমবার (৮ ডিসেম্বর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভার মাধ্যমে সম্পন্ন হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান। তিনি নবনিযুক্ত পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে জনগণের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।

জেলা পুলিশের গণমাধ্যম মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস বলেন, আজ সন্ধ্যায় নবনিযুক্ত কর্মকর্তারা স্ব-স্ব থানায় উপস্থিত হয়ে কর্মস্থলে যোগদান করবেন।

নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা হলেন: উখিয়া থানায় নুর মোহাম্মদ, কুতুবদিয়া থানায় মাহবুবুল হক, রামু থানায় মনিরুল ইসলাম ভূঁইয়া, ঈদগাঁও থানায় এটিএম শিফাতুল মজুমদার, চকরিয়া থানায় মোহাম্মদ মনির হোসেন, টেকনাফ থানায় মোহাম্মদ সাইফুল ইসলাম, মহেশখালী থানায় মোহাম্মদ মজিবুর রহমান, পেকুয়া থানায় মোহাম্মদ খাইরুল আলম এবং কক্সবাজার সদর থানায় মোহাম্মদ ছমি উদ্দিন।

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট