চট্টগ্রাম সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

দেশের মানুষের জন্য রাজনীতি চালিয়ে যেতে চান সাকিব

দেশের মানুষের জন্য রাজনীতি চালিয়ে যেতে চান সাকিব

অনলাইন ডেস্ক

৮ ডিসেম্বর, ২০২৫ | ৬:১৭ অপরাহ্ণ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকলেও ফ্র্যাঞ্চাইজি আসরগুলোতে নিয়মিত খেলে বেড়াচ্ছেন বাংলাদেশের সফলতম তারকা সাকিব আল হাসান। দেশের হয়ে খেলার মতো ফিটনেস ধরে রাখতেই যে তিনি এখনো ক্রিকেট চালিয়ে যাচ্ছেন, সে কথা জানিয়েছেন সাকিব নিজেই। তবে পেশাদার ক্রিকেটের একদম শেষ প্রান্তে থাকা এই অলরাউন্ডার স্পষ্ট করে দিলেন, খেলা থামালেও রাজনীতি চালিয়ে যাবেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখার কথা জানিয়ে সাবেক ইংলিশ তারকা মঈন আলীর সঙ্গে ‘বিয়ার্ড বিফোর উইকেট’ পডকাস্টে অংশ নিয়ে সাকিব বলেন, দেশের মাটিতে ভক্তদের সামনে একটি বিদায়ী সিরিজ খেলার আশাতেই তিনি এখনো নিজেকে ফিট রাখছেন। ক্রিকেট জীবন শেষ করার আগে তার এই শেষ ইচ্ছাটি এখনো অপূর্ণ।

ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি নিয়ে নিশ্চিত হয়ে সাকিব তার ভবিষ্যতের লক্ষ্যের কথা জানান। গত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হওয়া এই সাবেক অধিনায়ক বলেন,আমার মনে হয়, ক্রিকেট ক্যারিয়ারের অংশ প্রায় শেষ করে ফেলেছি আমি। হয়তো রাজনীতির অংশ এখনও বাকি আছে।

তিনি আরও যোগ করেন, এটা এমন কিছু যা আমি বাংলাদেশের মানুষ ও মাগুরাবাসীর জন্য করতে চাই। এটা ছিল আমার ইচ্ছা, যা এখনও আছে। দেখা যাক, আল্লাহ আমাকে কোথায় নিয়ে যান।

২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর সংসদ সদস্য পদ হারান সাকিব। সেই সময় থেকে দেশের বাইরে থাকা এই তারকা একাধিক মামলায় আসামি হয়েছেন এবং দেশে ফিরতে পারেননি। গত বছর সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে তিনি শেষবার বাংলাদেশের হয়ে মাঠে নেমেছিলেন।

এর আগে সাকিব মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায়ী টেস্ট এবং চ্যাম্পিয়নস ট্রফি খেলে ওয়ানডে ছাড়ার পরিকল্পনা জানালেও, সরকারের পক্ষ থেকে তাকে দেশে আসতে নিষেধ করা হয়।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট