চট্টগ্রাম রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

কাজীর দেউড়ির সাকুরাসহ তিন কাবাব বিক্রেতা প্রতিষ্ঠানকে জরিমানা

কাজীর দেউড়ির সাকুরাসহ তিন কাবাব বিক্রেতা প্রতিষ্ঠানকে জরিমানা

অনলাইন ডেস্ক

৭ ডিসেম্বর, ২০২৫ | ৮:২৮ অপরাহ্ণ

কাজীর দেউড়ি স্টেডিয়াম মার্কেটের সাকুরা কাবাব, দারুল কাবাব ও জিইসি মোড়ের পেশারিয়ান্স কাবাব নেহারিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। রবিবার চট্টগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এই জরিমানা করা হয়েছে।

 

অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশ ও বাসি খাবার রাখার দায়ে কাজীর দেউড়ি স্টেডিয়াম মার্কেটের সাকুরা কাবাবকে ৫০ হাজার টাকা, দারুল কাবাব ১০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ বন সংরক্ষণ ও মেয়াদোত্তীর্ণ বন দিয়ে বার্গারসহ বিভিন্ন খাদ্যপদ প্রস্তুত করার দায়ে জিইসি মোড়ের পেশোরিয়ান্স কাবাব নেহারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদা আক্তার, সহকারী পরিচালক রানা দেব নাথ এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট