
টেকনাফে কেওড়া জঙ্গলের কাদায় লুকিয়ে রাখা ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে এসময় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) ভোর ৫টায় বেড়িবাঁধ ও তৎসংলগ্ন কেওড়া বাগান থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান। তিনি জানান, মিয়ানমারের মংডু এলাকা হতে ইয়াবার একটি বড় চালান নাজিরপাড়ার উত্তর-পূর্ব দিকের নতুন স্লুইচ গেট দিয়ে বাংলাদেশে প্রবেশ করার খবর পায়। এমন তথ্যের ভিত্তিতে আজ ভোরে বেড়িবাঁধ ও তৎসংলগ্ন কেওড়া বাগানে অভিযান পরিচালনার সময় মাদককারবারীরা দ্রুত পার্শ্ববর্তী গ্রামে পালিয়ে যায়। পরে বেড়িবাঁধ সংলগ্ন নদীর তীরের কেওড়া জঙ্গলে দীর্ঘ সময় ধরে তল্লাশি চালিয়ে কাদামাটির নিচে বিশেষ কায়দায় লুকানো দেড় কোটি টাকার ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। উদ্ধার মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।
পূর্বকোণ/পিআর