চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

আইনজীবী আলিফ হত্যার পলাতক ১৮ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যায় পলাতক ১৮ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি

অনলাইন ডেস্ক

৬ ডিসেম্বর, ২০২৫ | ১২:৪০ অপরাহ্ণ

চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চার্জশিটভুক্ত ১৮ আসামিকে ৩০ দিনের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তা না হলে তাদের অনুপস্থিতিতেই বিচারকাজ করা হবে বলে সম্প্রতি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জানানো হয়।

 

পলাতক এবং আত্মগোপনে থাকা চার্জশিটভুক্ত ১৮ আসামি হলেন– শুভ কান্তি দাস (২৪), ওমকার দাস (২০), বিশাল (২০), লালা ওরফে লাল দাস (১৯), বিগলাল ওরফে বিকরাল দাস (২০), পরাশ (২২), গণেশ ওরফে শ্রী গনেজ (১৯), পপি ওরফে জয়দেব দাস, (২০), দেব (২৫), জয় (৩০), লালা ওরফে লালা দাস মেথর (৪০), সুক দাস (৩৭), ভাজন ওরফে ভজন দাস (৩৭), আশিক (৩৪), শহিত (৩০), শিবা দাস (৩০), দ্বীপ দাস (২৯) ও সুকান্ত দত্ত (৩০)।

 

২০২৪ সালের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকন থেকে বহিষ্কৃত এবং সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর হলে আদালত চত্বরে তার অনুসারীরা বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে সড়কে পিটিয়ে ও কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ওই বছরের ২৯ নভেম্বর কোতয়ালী থানায় মামলা দায়ের করেন। মামলায় ৩১ জনের নাম উল্লেখসহ ১৫-১৬ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

পুলিশ মামলাটি তদন্ত শেষে ৩৯ জনকে আসামি করে চলতি বছরের ১ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা নগর পুলিশের সহকারী কমিশনার (কোতয়ালি অঞ্চল) মাহফুজুর রহমান চট্টগ্রাম আদালতের প্রসিকিউশন শাখায় অভিযোগপত্র জমা দেন। গত ২৫ আগস্ট চট্টগ্রামের ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দীন আদালতে অভিযোগপত্রের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে অভিযোগপত্র গ্রহণের আদেশ দেন আদালত।

 

সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার আইনজীবী চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, ‘আইনজীবী আলিফ হত্যা মামলায় চার্জশিটভুক্ত মোট আসামি ৩৯ জন। এরমধ্যে ২১ জন গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন। এখনও ১৮ জন আসামি পলাতক। পলাতক আসামিদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের পর মামলাটি বিচারের জন্য প্রস্তুত হয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে দায়রা জজ আদালতে যাবে। সেখানে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কাজ শুরু হবে।’ সূত্র: বাংলা ট্রিবিউন

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট