চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

রাজাখালী মাদ্রাসার ‌‘প্লাটিনাম জুবিলি’ উপলক্ষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেলের সঙ্গে মতবিনিময়

বিজ্ঞপ্তি

৫ ডিসেম্বর, ২০২৫ | ১২:২০ অপরাহ্ণ

পেকুয়ার রাজাখালী বিইউআই কামিল (মাস্টার্স) মাদ্রাসার ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান ‌‘প্লাটিনাম জুবিলি’তে উপস্থিত থাকার আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। শুক্রবার (৫ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর একটি হলরুমে মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন আরএম এলামনাই এসোসিয়েশনের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এই আগ্রহের কথা জানান। এতে উপস্থিত ছিলেন আরএম এলামনাই এসোসিয়েশনের সহ-সভাপতি অধ্যাপক মোখতারুজ্জামান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জাফর সাদেক, সাংগঠনিক সম্পাদক এহছানুল হক, অর্থ সম্পাদক শাহনেওয়াজ মাহমুদ শিবলী, দপ্তর সম্পাদক গোফরানুল কবির প্রমুখ। এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাদ্রাসার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং এমন উদ্যোগের জন্য প্লাটিনাম জুবিলি উদযাপন পরিষদকে ধন্যবাদ জানান।
ড. এএইচএম হামিদুর রহমান আযাদ ওই মাদ্রাসার সাবেক শিক্ষার্থী এবং আরএম এলামনাই এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা।
জানা গেছে, আগামী ২৭ ডিসেম্বর রাজাখালী মাদ্রাসার ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান ‌‘প্লাটিনাম জুবিলি’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে অংশগ্রহণ করবেন সাবেক সংসদ সদস্য, জজ, অধ্যক্ষ-অধ্যাপক-শিক্ষক, কর্মকর্তা, ইমাম-আলিম ও সমাজ সংস্কারক নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। এই উপলক্ষে ‘বেশারত’ শিরোনামে প্লাটিনাম জুবিলি স্মারক-২০২৫ প্রকাশিত হবে। দ্রুত রেজিস্ট্রেশন করে মাদ্রাসার সকল সাবেক শিক্ষার্থীদের প্লাটিনাম জুবিলিতে অংশ নেওয়ার আহ্বান জানান আরএম এলামনাই এসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ নাছির উদ্দীন। -বিজ্ঞপ্তি

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট