চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

টেকনাফের চাঞ্চল্যকর ইউনূস হত্যা মামলার আসামি গ্রেপ্তার

টেকনাফে চাঞ্চল্যকর ইউনূস হত্যা: আসামি গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা  

৪ ডিসেম্বর, ২০২৫ | ৯:২৪ অপরাহ্ণ

টেকনাফের চাঞ্চল্যকর ইউনূস মেম্বার হত্যার আসামি রেজাউল করিম প্রকাশ রেজা মেম্বারকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। গ্রেপ্তার রেজা  হ্নীলা দরগাহপাড়ার মৃত আবুল কাশেমের পুত্র ও হ্নীলা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার।

 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আ.ম. ফারুক সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত হয়ে কক্সবাজারের ইউনিয়ন হাসপাতালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে বর্তমানে র‌্যাব-১৫ এর পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

প্রসঙ্গত, গত ৫ নভেম্বর রাতে সাবরাং ইউনিয়নের সাবেক মেম্বার মো. ইউনূস সিকদারকে হত্যা করে স্থানীয় সড়কের ব্রিজের নিচে লাশ ফেলে দেওয়া হয়। নিহতের ফোন সচল না থাকায় সকালে ভিকটিমকে খুঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয় সড়কের ব্রিজের নিচে তার মৃতদেহ খুঁজে পায়। পরে ৬ নভেম্বর ভিকটিমের স্ত্রী বাদী হয়ে নামীয় ৮ জন এবং অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করে টেকনাফ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় রেজাউল করিমকেও আসামি করা হয়। 

 

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট