চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

ময়নাতদন্তের জন্য ১৬ মাস পর যুবলীগ কর্মীর লাশ উত্তোলন

রাঙামাটিতে ১৬ মাস পর কবর থেকে তোলা হল যুবলীগ কর্মীর লাশ

অনলাইন ডেস্ক

৪ ডিসেম্বর, ২০২৫ | ৮:২৪ অপরাহ্ণ

রাঙামাটির কাউখালীতে দুর্বৃত্তের হামলায় নিহত শহীদুল ইসলাম রনী নামে এক যুবলীগ কর্মীর লাশ ১৬ মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে।

শহীদুল ইসলাম রনী (২৫) উপজেলার বেতছড়ি এলাকার সামশুদ্দিন মোল্লার ছেলে।

আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপরে উপজেলার কেন্দ্রীয় কবরস্থান থেকে লাশটি উত্তোলন করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

এ সময় কাউখালী উজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেট আওয়ালীন খালেকের নেতৃত্বে লাশ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন পিবিআই’র সহকারী পুলিশ সুপার ওমর ফারুক, তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর ৬ আগস্ট কাউখালী-রানীরহাট সড়কের পাইনবাগান এলাকায় দুর্বৃত্তের হামলায় নিহত হন শহীদুল ইসলাম রনী। ঐদিন বিকেলে তাকে কাউখালী উপজেলার সদর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। এর প্রায় দু’মাস পর তার বাবা সামশুদ্দিন মোল্লা বাদী হয়ে ১২ জনকে আসামি করে কাউখালী থানায় মামলা দায়ের করেন।

কাউখালী থানা পুলিশ মামলার তদন্ত করতে গিয়ে ঘটনাস্থল চট্টগ্রামের রাঙ্গুনীয়া থানা নিশ্চিত হওয়ার পর পুলিশ আদালতে রিপোর্ট দাখিল করে।

পরবর্তীতে সীমানা জটিলতা ও পুলিশের দাখিল করা রিপোর্টের প্রতি বাদীর নারাজির কারণে মামলাটি চট্টগ্রাম পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) ন্যাস্ত করেন।

ফলে পুনরায় ময়নাতদন্তের জন্য আদালত আবেদন করলে আদালত পিবিআইকে কবর থেকে রনির লাশ তুলে পোস্টমর্টেমের নির্দেশ দেন।

পূর্বকোণ/কেএইচ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট