
চট্টগ্রাম নগরীর ফিশারিঘাট এলাকায় কর্ণফুলী নদীতে অস্ত্রসহ ডাকাতি মামলার এজাহারনামীয় পলাতক আসামি রুবেল প্রকাশ রবিউল হাসানকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব-৭।
গ্রেপ্তার রুবেল লক্ষীপুর জেলার রামগতি থানার মোহাম্মদপুর বাজার এলাকার আ. আমিনের ছেলে।
বুধবার (৩ ডিসেম্বর) রাত ৮টায় কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বসন্তপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এর আর এম মোজাফ্ফর হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ৮টায় কুমিল্লা থেকে কর্ণফুলী নদীতে অস্ত্রসহ ডাকাতি মামলার এজাহারনামীয় পলাতক আসামি রুবেল প্রকাশ রবিউল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে দরঘাট নৌ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/পিআর