চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

হাটহাজারীতে দুইটি বসতঘর আগুনে পুড়ে ছাই

হাটহাজারীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ল দুই বসতঘর

হাটহাজারী সংবাদদাতা

৩ ডিসেম্বর, ২০২৫ | ২:১১ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুরে অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) দিবাগত রাত ১টায় উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের বড় বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১৮ লাখ বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

ক্ষতিগ্রস্তরা হলেন- আব্দুস সালাম ও মোহাম্মদ ইউনুস। এদের মধ্যে একজন দর্জির কাজ করেন অন্যজন রেফ্রিজারেটরের মিস্ত্রি। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগে আগুনে সব পুড়ে যায়।

শিকারপুর ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান লোকমান হাকিম বলেন, আগুন দুটি ঘরে দ্রুত ছড়িয়ে পড়ে। ঘর থেকে কেউ কিছু বের করতে পারেনি। ফায়ার সার্ভিসের লোকজন আসার আগেই আগুন সবখানে ছড়িয়ে পড়ে। আগুনে ঘরে থাকা আসবাবপত্র, নগদ টাকা, ফ্রিজ, স্বর্ণালঙ্কারসহ সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট