চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে তিন বাহিনী প্রধান

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে তিন বাহিনী প্রধান- আইএসপিআর

অনলাইন ডেস্ক

২ ডিসেম্বর, ২০২৫ | ১০:০৩ অপরাহ্ণ

চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। 

আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তাঁরা এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানায়।

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর রাতে তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে।

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট