চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

অনলাইন ডেস্ক

২ ডিসেম্বর, ২০২৫ | ১২:৩৫ অপরাহ্ণ

মাদারীপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী একটি বাস ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে। এতে অন্তত তিনজন নিহত ও আটজন আহত হয়েছেন।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ সেতুর অংশে এ দুর্ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, খুলনাগামী ওয়েলকাম পরিবহনের একটি বাস রাস্তার পাশে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়।

বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা আরও দুজনকে মৃত ঘোষণা করেন বলেও জানান ওসি।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট