
দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধের বিকল্প নেই। দ্বন্দ্ব ভুলে সবাইকে বাঁশখালীতে ধানের শীষের ঘাঁটি পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষকে বিজয়ী করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
সোমবার (১ ডিসেম্বর) বিকেলে উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদ মাঠে বাহারছড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, আমাদের বাঁশখালী অতীতে বিএনপির ঘাঁটি ছিল। বর্তমানেও বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বাঁশখালী। অতীতের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে এই বাঁশখালীতে প্রতিবারই বিএনপি বিপুল ভোটে জয় লাভ করেছে। বাঁশখালীতে ধানের শীষকে বিজয় করতে কোন বিভাজন চাই না। এখানে প্রয়োজন ঐক্য, সম্প্রীতি ও সমন্বিত উন্নয়নের অঙ্গীকার। তাই আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ হোক দল-মত নির্বিশেষে বাঁশখালীর সকলের ঐক্যের প্রতীক। তাই আগামী নির্বাচনে বাঁশখালীতে ধানের শীষকে বিজয় করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় মতবিনিময় সভায় দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শওকত ওসমানের সঞ্চালনায় ও প্রবীণ বিএনপি নেতা মোরশেদুল আলম চৌধুরীর সভাপতিত্বে, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার লোকমান আহমদ, সাবেক সভাপতি আব্দু ছবুর, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দেলোয়ার আজিম, উপজেলা বিএনপি নেতা মহসিন চেয়ারম্যান, অধ্যাপক মুবিনুর রহমান, মইনুল হক পলাশ, বাহারছড়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নুর হোসেন, সদস্য সচিব হামিদ বাহার চৌধুরী প্রমুখ।
পূর্বকোণ/ইবনুর