
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
রবিবার (৩০ নভেম্বর) বিকেলে তামিলনাড়ুর শিবগঙ্গায় এ দুর্ঘটনাটি ঘটেছে।
প্রাথমিকভাবে জানা গেছে, নিহতদের মধ্যে এক শিশু এবং আট জন মহিলাও রয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। বাস দুর্ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে প্রশাসন।
জানা গেছে, একটি বাস করাইকুড়ির দিকে যাচ্ছিল। অন্যটি যাচ্ছিল মাদুরাইয়ের দিকে। সেই সময়েই করাইকুড়ির অদূরে তিরুপাতুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় দু’টি বাসই যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। বাসের মধ্যে আটকে পড়েন বহু যাত্রী। স্থানীয় বাসিন্দারাই প্রথমে তাদের উদ্ধার করেন। পরে স্থানীয় থানায় খবর দেওয়া হলে পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা মিলে দুর্ঘটনাগ্রস্ত বাস দুটি থেকে যাত্রীদের উদ্ধার করেন।
গুরুতর আহত অবস্থায় যাত্রীদের শিবগঙ্গার এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। বাসগুলির গতি বেশি ছিল কি না বা সেগুলির মধ্যে কোনওটিতে যান্ত্রিক গোলযোগ ছিল কি না— সকল দিক খতিয়ে দেখা হচ্ছে।
জেলা প্রশাসনের এক কর্মকর্তা বলেন, দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। কারণ এখনও স্পষ্ট নয়। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”
গত সপ্তাহেই তামিলনাড়ুর তেনকাসি জেলায় দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছিল। এ বার ফের দু’টি বাস দুর্ঘটনার কবলে পড়ল তামিলনাড়ুতে।
পূর্বকোণ/পিআর