
টেকনাফে যাত্রীবাহী স্পিডবোট ডুবে ২ নারী-শিশু জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৮ জন।
নিহতরা নারীর পরিচয় পাওয়া গেছে। তিনি সেন্টমার্টিন ডেইলপাড়া নজির আহমদের কন্যা মরিয়ম খাতুন। অপর নিহত শিশু ও আহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় পাওয়া যায়নি।
সোমবার (১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সেন্টমার্টিনদ্বীপ ও শাহপরীরদ্বীপ মধ্যবর্তী সাগরের ‘গরা’ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ফয়েজুল ইসলাম। তিনি জানান, দুপুরে ফারুকের মালিকানাধীন স্পিডবোটটি ১১ জন যাত্রী নিয়ে সেন্টমার্টিন থেকে টেকনাফে যাচ্ছিল। পথিমধ্যে সেন্টমার্টিন ও শাহপরীরদ্বীপ মধ্যবর্তী সাগরের ‘গরা’ নামক স্থানে ঢেউয়ের আঘাতে স্পিডবোটটি ডুবে যায়। এসময় সাগরে কাছকাছি থাকা কিছু বোট তাদের উদ্ধার করে টেকনাফ হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে পৌঁছার আগেই দু’জনের মৃত্যু হয়।
পূর্বকোণ/পিআর