চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

মরণোত্তর সম্মাননা পেলেন স্থপতি তসলিম উদ্দিন চৌধুরী
বিজিএপিএমইএ’র সম্মাননা স্মারক গ্রহণ করছেন মরহুম স্থপতি তসলিম উদ্দিন চৌধুরীর কন্যা তানিতা চৌধুরী

গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং সেক্টরে অবদানের স্বীকৃতি

মরণোত্তর সম্মাননা পেলেন স্থপতি তসলিম উদ্দিন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

১ ডিসেম্বর, ২০২৫ | ১১:১৩ পূর্বাহ্ণ

গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং সেক্টরে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে মরণোত্তর সম্মাননা পেলেন দৈনিক পূর্বকোণ পত্রিকার প্রাক্তন সম্পাদক স্থপতি তসলিম উদ্দিন চৌধুরী। তাঁর এ সম্মাননা স্মারক গ্রহণ করেন মেয়ে তানিতা চৌধুরী। বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ এন্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের (বিজিএপিএমইএ) বিশেষ সাধারণ সভা (ইজিএম) ২০২৫ ও ৩২, ৩৩ ও ৩৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) স্থপতি তসলিম উদ্দিন চৌধুরীসহ পাঁচ ব্যক্তিকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

 

সম্মানিত অন্য ব্যক্তিরা হলেন- বিজিএপিএমইএ’র প্রাক্তন সভাপতি ও পেট্রিয়ট প্যাকেজিং ইন্টারন্যাশনাল লিমিটেডের এমডি ইকবাল হোসেন, ডায়নামিক প্যাকেজিং ইন্ডাস্ট্রি (প্রা.) লিমিটেডের এমডি ও প্রাক্তন পরিচালক মুনির হোসেন, মনট্রিমস লিমিটেডের পরিচালক আছাদুর রহমান সিকদার এবং গুড এন্ড ফাস্ট প্যাকেজিং কোম্পানি লিমিটেডের বিদেশি ব্যবস্থাপনা পরিচালক জুয়াং লাইফেং। সম্মাননাপ্রাপ্ত চার জীবিত ব্যক্তির মধ্যে ইকবাল হোসেন অনুপস্থিত থাকায় তাঁর কন্যা স্মারক গ্রহণ করেন।

 

গত শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনের উৎসব হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিপিডি’র ফেলো প্রফেসর মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কম্পিটিশন কমিশনের চেয়ারম্যান (সচিব) আ হ ম এহসান, বিসিআই সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান। এসোসিয়েশন সভাপতি মো. শাহরিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত ইজিএম ও পরপর তিন বছরের এজিএমে সংঘ স্মারক ও সংঘ বিধি সংশোধন, বার্ষিক চাঁদা পুনর্নির্ধারণ, পরিচালনা পরিষদের সদস্য সংখ্যা ২১ থেকে ২৭ জনে উন্নীতকরণ, পূর্বাচল প্রকল্পের ডোনেশন কিস্তি এবং চট্টগ্রামে স্থায়ী অফিস ক্রয়সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

 

সভায় ৩১তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণীসহ ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন এবং সংশ্লিষ্ট অডিট রিপোর্ট পৃথকভাবে উপস্থাপন ও অনুমোদন করা হয়। সদস্যদের প্রশ্নোত্তর পর্ব শেষে সংশোধিত নিয়মাবলী ও বাজেট প্রস্তাব পাস হয়।

 

অনুষ্ঠানের শেষাংশে এসোসিয়েশনের ২য় সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মোল্লা সংগঠনের উন্নয়ন, ঐক্য ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় সকল সদস্যকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট