
বান্দরবানের থানচিতে প্রাইভেটকার ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালক পাদুই ম্রো (১৯) ও আরোহী সাগরুন ম্রো ২০ আহত হয়েছে। আহত দুইজনেই তিন্দু ইউনিয়নের ২ নং ওয়ার্ডে আবোয়া ম্রো পাড়ার বাসিন্দা।
রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার আলীকদম সড়কের রুমবেত পাড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে থানচি হাসপাতালে ভর্তি করিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ বলেন, আহত দুইজনই সুস্থ আছেন। একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দিয়েছি, অন্যজন চিকিৎসাধীন রয়েছে।
পূর্বকোণ/পারভেজ