চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

চোরাই মোবাইল, ল্যাপটপসহ ৩ জন গ্রেপ্তার

চোরাই মোবাইল, ল্যাপটপসহ ৩ জন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

৩০ নভেম্বর, ২০২৫ | ১০:৫২ অপরাহ্ণ

চোরাই মোবাইল, ল্যাপটপসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। শনিবার (২৯ নভেম্বর) পাহাড়তলী থানাধীন অলংকার শপিং কমপ্লেক্সে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন  নগর গোয়েন্দা পুলিশের এসআই মো. ইকবাল হোসেন।

গ্রেপ্তাররা হলেন- মো. ইউনুছ (৪০), মো. সেলিম হোসেন (২৭) ও রুপক রায় (৩৭)।

এসআই মো. ইকবাল হোসেন জানান, আসামিরা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে মোবাইলের আইএমইআই পরিবর্তন এবং লক খোলে চোরাই মোবাইল ফোন সংগ্রহসহ ক্রয়- বিক্রয় করছিল। এদের মধ্যে আসামি মো. ইউনুসের বিরুদ্ধে একাধিক মামলা এবং আসামি মো. সেলিমের বিরুদ্ধে অভ্যাসগতভাবে চোরাইমাল ক্রয়-বিক্রয় সংক্রান্ত ১টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট