
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজধানী ঢাকায় ‘মক ভোটিং’ এর আয়োজন করেছে নির্বাচন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। এ সময় মক ভোটিংয়ে (মহড়া) বিশৃঙ্খল পরিবেশ ও অব্যবস্থাপনা দেখে চরম ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তিনি চলমান প্রক্রিয়া থামিয়ে নিজের তদারকিতে নতুন করে ভোটগ্রহণ শুরু করান।
শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ইসি আয়োজিত মক ভোটিংয়ে এই ঘটনা ঘটে।
কেন্দ্রে গিয়ে অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। এ সময় তিনি বলেন, ‘কিছুই হচ্ছে না।’ তিনি কমিশনের কর্মকর্তাদের সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
পরে তিনি নিজের তত্ত্বাবধানে আবার নতুন করে ভোটারদের সারিতে দাঁড় করান। মক ভোটার, মক পর্যবেক্ষক, মক সাংবাদিক, কে কোথায় থাকবেন, কী দায়িত্ব পালন করবেন- সেগুলো বুঝিয়ে দেন।
পরে ভোটার ছাড়া অন্যদের সরিয়ে দিয়ে ‘মক ভোটিং’ এর কাজে সহায়তা করার অনুরোধ জানান তিনি। এর পর কেন্দ্রে শৃঙ্খলা আসে।
সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মক ভোটের ভোট গ্রহণ চলে। মক ভোটের প্রথম ঘণ্টায় চারটি বুথে ২৩ জন, ৩৭ জন, ২৭ জন ও ২১ জন ভোট দিয়েছে বলে জানান সহকারী প্রিজাইডিং অফিসার।
ভোটগ্রহণ শেষে এ মক ভোটিং কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জাহাঙ্গীর আলম জানান, এই মক ভোটিংয়ে ৫০০ ভোটারের মধ্যে ৩৫২ জন ভোট দিয়েছেন। অর্থাৎ ৭০.৪ শতাংশ ভোট পড়েছে।
ভোটকেন্দ্র পরিদর্শন করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোটও একই দিনে আয়োজন করতে হবে। এজন্য সময় ব্যবস্থাপনা বড় চ্যালেঞ্জ। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সাধারণ ভোট এবং অতিরিক্ত গণভোট মিলিয়ে ভোটার প্রতি সময় কত লাগবে—মক ভোটিংয়ের মাধ্যমে সেটাই যাচাই করা হচ্ছে। ৪২ হাজার ৫০০টির বেশি পোলিং স্টেশন যথেষ্ট কিনা বা অতিরিক্ত বুথ ও স্টেশন প্রয়োজন হবে কিনা তা আজকের রিয়েল-টাইম মূল্যায়নের ভিত্তিতেই ঠিক করা হবে। নতুন বুথ মানে অতিরিক্ত লোকবল, সরঞ্জাম ও ব্যবস্থাপনা—এসবই বাস্তব পর্যবেক্ষণ থেকে নির্ধারণ করা হবে।’
ভোটারদের দেড় ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার প্রসঙ্গে সিইসি বলেন, ‘এটিও মূল্যায়নের অংশ। কোথায় ঘাটতি আছে, কোথায় পরিকল্পনায় ভুল ছিল—সেগুলো চিহ্নিত করে সংশোধন করা হবে। মানুষের কষ্ট বাড়ানো নয়, বরং সময় কমিয়ে সুবিধা নিশ্চিত করাই কমিশনের লক্ষ্য। খরচ কমানোই প্রধান উদ্দেশ্য নয়; প্রয়োজনে বুথ বাড়িয়ে সময় কমানো হবে।’
পূর্বকোণ/পারভেজ