চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

ওমানে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু
প্রতীকী

সীতাকুণ্ডে ‌বেপরোয়া গতির ট্রাক কেড়ে নিল যুবকের প্রাণ

নিজস্ব সংবাদদাতা, সীতাকুণ্ড

২৯ নভেম্বর, ২০২৫ | ৪:৪০ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় মো. খুরশেদ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ১১টায় বাড়বকুণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত খুরশেদ গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার ওমর আলীর ছেলে।

সীতাকুণ্ডের বার-আউলিয়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল মোমেন বলেন, একটি ট্রাক বেপরোয়া গতিতে বাড়বকুণ্ড বাজারতলী এলাকা অতিক্রম করার সময় পথচারী খুরশেদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে স্থানীয় লোকজন তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে আবার পরীক্ষা করালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, ঘটনার পর দুর্ঘটনার জন্য দায়ী ট্রাক ও ট্রাকের চালক মো. আতিকুল (৩১) কে আটক করা হয়েছে।

পূর্বকোণ/সৌমিত্র/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট