চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

পর্যটক অপহরণ ও ছিনতাই টেকনাফে, অবশেষে যুবক অস্ত্রসহ গ্রেপ্তার
গ্রেপ্তার নুর আহমদ (২৫)

পর্যটক অপহরণ ও ছিনতাই টেকনাফে, অবশেষে যুবক অস্ত্রসহ গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা  

২৮ নভেম্বর, ২০২৫ | ৮:১৩ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে অস্ত্রসহ নুর আহমদ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বিজিবি। শুক্রবার (২৮ নভেম্বর) ভোররাতে সাঁড়াশি অভিযানে গোদারবিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি একই এলাকার মকবুল আহমদের পুত্র। পর্যটক ও স্থানীয়দের অপরহণসহ ছিনতাই চক্রের একজন  সক্রিয় সদস্য।

 

টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, শেষরাতে গোদারবিল এলাকার বাসিন্দা ইমাম হোসেনের বসতবাড়ির চারদিক ঘিরে ফেলা হয়। পরে ওই বাড়িতে অভিযান চালিয়ে ১টি পাইপগান ও ১টি শুটারগানসহ একজন সন্ত্রাসীকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়। অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে ইমাম হোসেনসহ চক্রের আরও কয়েকজন সদস্য রাতের অন্ধকারে পালিয়ে যায়। পলাতক আসামিদের গ্রেপ্তারে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে।

 

সন্ত্রাসী চক্রের কয়েকটি গোপন আস্তানা, চলাচলের রুট ও যোগাযোগ নেটওয়ার্ক চিহ্নিত করা হয়েছে। এরা মূলত পর্যটক ও সাধারণ মানুষের গতিপথে ওৎ পেতে থেকে রাতের অন্ধকারে অস্ত্র ঠেকিয়ে টাকা, মোবাইল ফোন, মূল্যবান দ্রব্য ছিনতাই এবং সুযোগ পেলে অপহরণ করে মুক্তিপণ আদায় করত বলে নিশ্চিত হওয়া গেছে।

 

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা রুজু  এবং আইনি প্রক্রিয়াশেষে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট