চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

মিরসরাইয়ে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, ৬ ভরি স্বর্ণ লুট

নিজস্ব সংবাদদাতা, মিরসরাই

২৮ নভেম্বর, ২০২৫ | ১০:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে গভীর রাতে দরজার তালা ভেঙে ঘরে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার খইয়াছড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব খইয়াছড়া গ্রামের ভেন্ডরপাড়া এলাকার কলিমুল্লাহ ভেন্ডর বাড়ি মোহাম্মদ হানিফের ঘরে এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা জানান, ডাকাতদল দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র দেখিয়ে পরিবারের সদস্যকে জিম্মি করে৷ ঘরের কর্তা হানিফকে গামছা দিয়ে হাত মুখ ও চোখ বেঁধে রাখে৷ এরপর তাদের বেঁধে মুঠোফোন, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে।

ঘটনার বিবরণ দিয়ে মোহাম্মদ হানিফ বলেন, রাতে পরিবারের সদস্যরা সবাই ঘুমিয়ে পড়লে দরজার বাইরে শব্দ শুনতে পাই৷ সামনের কক্ষের লাইট জ্বালিয়ে খেয়াল করি দরজার বাইরে কেউ চলাচল করছে৷ রড দিয়ে দরজার তালা ভাঙার চেষ্টা করছে৷ আমরা তখন ডাকাত ডাকাত বলে শোরচিৎকার করি৷ কিছু বুঝে উঠবার আগেই দ্রুত মুখে মুখোশ ও পরনে শর্ট প্যান্ট পড়া ডাকাতদল ঘরে ঢুকে আমাদের জিম্মি করে৷ আমাকে রড দিয়ে আঘাত করে৷

হানিফ বলেন, পরবর্তীতে ডাকাতদলের সদস্য গামছা দিয়ে আমার চোখ হাত পা বেঁধে ফেলে৷ আমার স্ত্রী থেকে আলমিরার চাবি নেয়৷ তাদের ঘাড়ে দেশীয় অস্ত্র ধরে রাখে৷ আমার ছোট বাচ্চাকে মেরে ফেলার হুমকি দেয়৷ তারা আমার ঘরে থাকা আনুমানিক ৬ ভরি স্বর্ণ, নগদ ১৫ হাজার টাকা, ৩টি মুঠোফোন নিয়ে যায়৷ ঘরের ভেতর ৬ জন ডাকাত প্রবেশ করলেও বাইরে আরও কয়েকজন পাহারায় ছিল।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ডাকাতির ঘটনার বিষয়ে অবগত নই৷ আমি এখনি পুলিশের টিম পাঠাচ্ছি৷ আমরা খইয়াছড়া ইউনিয়নে আলাদা টিম রেখেছি পুলিশের৷ আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি ডাকাত নিয়ন্ত্রণে৷

পূর্বকোণ/সাদমান/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট