চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

কাপ্তাইয়ে গাড়ি চাপায় যুবক নিহত

কাপ্তাইয়ে গাড়িচাপায় যুবক নিহত

কাপ্তাই সংবাদদাতা

২৭ নভেম্বর, ২০২৫ | ১১:৩৫ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে গাড়িচাপায় মো. ইলিয়াছ (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি এস আলম পরিবহনের টিকিট বিক্রেতা বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৯টায় সীতারঘাট শিলছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ইলিয়াছ বাসা থেকে দোকানে যাওয়ার পথে সৌদিয়া পরিবহনের একটি ঢাকাগামী যাত্রীবাহী বাস পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি গুরুত্ব আহত হন। পরে এলাকার লোকজন দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু বলেন, পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করেছে। তবে বাসের চালক মাহাবুব গাড়ি ও যাত্রী রেখে পালিয়ে গেছে।

পূর্বকোণ/ এএইচসি/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট