চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রাম-১৩ আসনে মনোনয়ন পরিবর্তন দাবিতে মশাল মিছিল

চট্টগ্রাম-১৩ আসনের মনোনয়ন পরিবর্তন দাবিতে মশাল মিছিল

বিজ্ঞপ্তি

২৭ নভেম্বর, ২০২৫ | ১০:১৪ অপরাহ্ণ

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজামের মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল করেছেন বিএনপির একাংশের নেতাকর্মীরা।

আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) মিছিলটি কর্ণফুলী উপজেলার বাদামতল এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কর্ণফুলী উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। এসময় ২ঘন্টা সড়কে অবস্থান করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

মশাল মিছিলে উপস্থিত ছিলেন বিএনপি নেতা কামরুল, সায়েম, মোরশেদ, সাকিব, ইউচুপ, আবির, সাইমন, ফয়সাল, আমিন, ফোরকান, মহিউদ্দিন, আলমগীর, টিপু সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ১০টিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বাকি ৬টি আসন এখনো ঝুলে আছে।

সারোয়ার জামালের মনোনয়ন বাতিলের  দাবিতে লায়ন হেলাল উদ্দিনের অনুসারীরা গত ১মাস ধরে রাজপথে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছেন। ২১শে নভেম্বর কাফনের কাপড় বেঁধে সরোয়ার জামালকে বয়কটের ডাক দিয়ে বিশাল বিক্ষোভ মিছিল হয়। এর আগে ১৩ নভেম্বর কালাবিবির দিঘীর মোড়ে অনুষ্ঠিত মশাল মিছিলে বিক্ষুব্ধ কর্মীরা সড়ক অবরোধ করেন।

একই দাবিতে গত১৩ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত অভিযোগও পাঠান দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়া।-বিজ্ঞপ্তি

পূর্বকোণ/কেএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট