
সমাজসেবা ও মানবিক কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ফটিকছড়ি উপজেলার ফতেপুর ইউনিয়নে জাফতনগর হাফেজুল উলুম মাদ্রাসার পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা দেওয়া হলো বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ ইয়াকুব সৈনিককে।
বুধবার (২৬ নভেম্বর) বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো।
বাংলাদেশ এসোসিয়েশন, দুবাই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম উন্নয়ন পরিষদ (ইউএই)-এর প্রেসিডেন্ট আলহাজ্ব মোহাম্মদ ইয়াকুব সৈনিককে দেওয়া এই সংবর্ধনা পরিণত হয় এক বিশাল মিলনমেলায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, দেশের প্রবীণ আলেমে দ্বীন, শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। তাঁর উপস্থিতি সংবর্ধনা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। এ সময় মাদ্রাসা পরিচালনা পরিষদের পরিচালক মুহতামিম হাফেজ মাওলানা নাছির উদ্দীন, সহকারী পরিচালক মুহতামিম হাফেজ মুজিবুর রহমান ও স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষাবিদ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
সংবর্ধনা গ্রহণ করে আলহাজ্ব মোহাম্মদ ইয়াকুব সৈনিক তাঁর বক্তব্যে এই সম্মান প্রাপ্তিতে মাদ্রাসার কর্তৃপক্ষ ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, প্রবাসে থাকলেও জন্মভূমির উন্নয়নে সবসময় তাঁর প্রচেষ্টা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বক্তারা প্রবাসী এই ব্যবসায়ীর জনহিতকর কাজের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কর্মপ্রচেষ্টার জন্য তাঁর প্রতি শুভ কামনা জানান।
সংবর্ধনার শুরুতে ফটিকছড়ির বিভিন্ন মাদ্রাসার আলেমদের একত্রিত হয়ে ‘খতমে বুখারি’ অনুষ্ঠান ও মাদ্রাসার শিক্ষার্থীরা কোরআন তেলাওয়াত, হামদ-নাত পরিবেশন করে। শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া করা হয় এবং ইয়াকুব সৈনিকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
পূর্বকোণ/এএইচসি