চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

একাদশ–দ্বাদশের বাংলা প্রথম পত্রের সিলেবাস নিয়ে নতুন সিদ্ধান্ত

একাদশ–দ্বাদশের বাংলা প্রথম পত্রের সিলেবাস নিয়ে নতুন সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক

২৭ নভেম্বর, ২০২৫ | ৭:১৩ অপরাহ্ণ

একাদশ ও দ্বাদশ শ্রেণির বাংলা প্রথম পত্রের সিলেবাস পরবর্তী শিক্ষাবর্ষের জন্য অপরিবর্তিত থাকবে। অর্থাৎ ২০২৪-২৫ শিক্ষাবর্ষে যে সিলেবাসে একাদশ ও দ্বাদশ শ্রেণির বাংলা প্রথম পত্রে পড়াশোনা হয়েছে সেটাই ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রযোজ্য হবে। এই সিদ্ধান্তের কথা জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এ সংক্রান্ত চিঠি তিনটি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।

আজ (২৭ নভেম্বর) বৃহস্পতিবার এনসিটিবির এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ ও দ্বাদশ শ্রেণির বাংলা প্রথম পত্রের জন্য ২০২৪-২৫ শিক্ষাবর্ষ বিদ্যমান পাঠ্যসূচি প্রযোজ্য হবে। পুনরায় নির্দেশনা না দেওয়া পর্যন্ত একাদশ ও দ্বাদশ শ্রেণির বাংলা প্রথম পত্রের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিদ্যমান পাঠ্যসূচি পরবর্তী শিক্ষাবর্ষগুলোর জন্যও প্রযোজ্য হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অবহিত করতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পত্র প্রেরণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

পূর্বকোণ/ কেএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট